Person কাকে বলে-Third Person Singular Number কি?
From this post you will learn the proper definition and kinds of person in grammar. At the same time, this post will solve the popular question what third person singular number is.
Person কাকে বলে? Person কত প্রকার ও কি কি l পুরুষ কয়টি ও কি কি
![]() |
Person কাকে বলে l Kinds of Person |
Person কাকে বলে?
যে word বা শব্দ দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে Person বলে। যে কোন বাক্যে এই Person-কে উদ্দেশ্য করেই তৈরি হয়। তাই Person হলো একটি Sentence বা বাক্যের প্রধান বিষয়।
Tense কাকে বলে এবং Tense এর প্রকারভেদ জানতে Person এর ভূমিকা গুরুত্বপূর্ণ। It is important to know third person singular number rightly to use s/es form in Present Indefinite Tense. That is why, understanding kinds of persons will help you.
বাক্যে Person এর ভূমিকা নিম্নরূপঃ
👉Sentence এ Person কোন কাজ করে।
👉Person এর দ্বারা কোন কাজ করা হতে পারে।
👉Person সম্মন্ধে কিছু বলা হতে পারে।
👉Person কে উদ্দেশ্য করে কিছু বলা হতে পারে।
Person এর প্রকারভেদঃ
Person ৩ প্রকার।
যথাঃ 1. First Person (উত্তম পুরুষ)
2. Second Person(মধ্যম পুরুষ)
3. Third Person(নাম পুরুষ)
First Person, Second Person ও Third person singular number কাকে বলে এবং তাদের উদাহরণ:
First Person কাকে বলে : বক্তা বা বাক্যের মূল ব্যক্তি যখন নিজে কিছু করে তখন সেই Person কে First Person বা উত্তম পুরুষ বলে।
যেমনঃ 1. I go to school
2. We shall do it.
3. My father is a farmer.
এই বাক্যগুলোতে I, We, My হলো First Person.
⁕First Person কিন্তু Singular(এক বচন) বা Plural(বহু বচন) পারে। নিচের টেবিলে দেখানো হলোঃ
Singular |
Plural |
||
I |
আমি |
We |
আমরা |
Me |
আমাকে |
Us |
আমাদেরকে |
My |
আমার |
Our |
আমাদের |
Mine |
আমার |
Ours |
আমাদের |
Read More: 8 Parts of Speech
Read More: 8 Parts of Speech
Second Person কাকে বলে: কোন Sentence-এ যাকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তার বা তাদের Person কে Second Person বলে।
যেমনঃ
1. You are a good student.
2. This is your pen.
3. You went to school.
এই বাক্যগুলোতে you, your হলো Second Person.
⁕Second Person(মধ্যম পুরুষ) আবার Singular(এক বচন) বা Plural(বহু বচন) পারে। নিচের টেবিলে দেখানো হলোঃ
Singular |
Plural | ||
You |
তুমি,তোমাকে |
You |
তোমরা |
Your |
তোমার |
Your |
তোমাদের |
Thou |
তুমি(কবিতায় ব্যবহৃত হয়) |
Thou |
তোমরা(কবিতায় ব্যবহৃত হয়) |
Third Person কাকে বলে: কোন বাক্যে যাকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় সেই Person কে Third Person বলে।
যেমনঃ
1. He goes to school regularly.
2. Sheuli works attentively.
3. I know him.
এই বাক্যগুলোতে He, She, Him হলো Third Person এবং singular number তবে এগুলো third person singular number কিভাবে হলো তা আমরা এখন দেখব।
⁕Third Person(নাম পুরুষ) আবার Singular(এক বচন) বা Plural(বহু বচন) পারে। নিচের টেবিলে দেখানো হলোঃ
Singular |
Plural | ||
He, She |
সে |
They |
তারা |
It |
এটা |
Their | তাদের |
Him, Her |
তাকে |
Them |
তাদেরকে |
His, Her, Its |
তার, এটার |
Their |
তাদের |
কোন বাক্যে person তিনটি form এ ব্যবহৃত হতে পারে। যেমনঃ 1. Subjective Form 2. Objective Form 3. Possessive Form। তবে এই Form-গুলো পড়ার আগে Subject ও Object কাকে বলে কত প্রকার ও কি কি জেনে নিলে সুবিধা হবে।
Subjective Form: এই রূপটি বাক্যে Subject হিসেবে বসে। যেমনঃ I, We , You, He, She, It, They
Examples (বাক্যে ব্যবহার) : 1. We are playing cricket.
2. I am waiting for him.
Objective Form: এই রূপটি বাক্যে Object হিসেবে বসে। যেমনঃ Me, Us, You, Him, Her, them, It
Examples (বাক্যে ব্যবহার) : 1. He knows me.
2. You helped us.
👉Possessive Form: Possessive অর্থ “অধিকারসূচক”। Person এই রূপটি বাক্যে কোন কিছুর অধিকার প্রকাশ করে। যেমনঃ My, Our, Your, His, Her, Their, Its
Ø 👉কিছু Possessive, Noun এর আগে বসে অধিকার প্রকাশ করে । যেমনঃ (Possessive +Noun)= My pen, His car, their house ইত্যাদি।
👉আবার কিছু Possessive একাই বসে অধিকার প্রকাশ করে । যেমনঃ Mine, Hers, Yours, Ours, Theirs ইত্যাদি।
নিচে form-গুলো টেবিলের মাধ্যমে দেখানে হলঃ
First Person-এ ব্যবহৃত Singular ও Plural Forms of 3 forms of person.
Forms |
Subject |
Object |
Possessive |
Singular |
I |
Me/Myself |
My/Mine |
Plural |
We |
Us/Ourselves |
Our/Ours |
Second Person-এ ব্যবহৃত Singular ও Plural Forms of 3 forms of person.
Forms |
Subject |
Object |
Possessive |
Singular |
You |
You/Yourself |
Your/Yours |
Plural |
You |
You/Yourselves |
Your/Yours |
Second Person-এ ব্যবহৃত Singular ও Plural Forms of 3 forms of person.
Person |
Third Person |
||
Forms |
Subject |
Object |
Possessive |
Singular |
He |
Him/Himself |
His |
Singular |
She |
Her/Herself |
Her/Hers |
Singular |
It |
It/Itself |
Its |
Plural |
They |
Them/Themselves |
Their/Theirs |
এই থেকে আমরা First person, Second Person ও Third Person কাকে বলে এবং Third person singular number আসলে কি তা স্পষ্ট করে জানলাম। এখন নিয়মিত অনুশীলন করলে আর কোন সমস্যা থাকবেনা।
তবে সেই সাথে Gender কাকে বলে কত প্রকার ও কি কি এবং Number কাকে বলে কত প্রকার ও কি কি পড়ে নিলে এই পোস্টটি আরও সহজ লাগবে।
ধন্যবাদ।
No comments